কোটা সংস্কারের নেতাদের ওপর ছাত্রলীগ নেতার হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কোটা
সংস্কার আন্দোলনকারী নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের
নেতাকর্মীরা। হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রহমান তাঁর
নেতাকর্মীদের নিয়ে আজ শনিবার রাত ৯টার দিকে এই হামলা চালান।
আল-আমিন রহমান এর আগে জাসদ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের রিডিং রুমে গিয়ে আগামীকাল রোববারের বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়ে প্রচার করছিল। তারা রাত ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রচার করার সময় হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রহমান তাঁর ১০-১২ জন নেতাকর্মী নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তারা আন্দোলনকারীদের টেনে-হিচড়ে তাদের জামাকাপড় ছিড়ে ফেলে। কয়েকজন আন্দোলনকারীকে মারধরও করে।
এসব অভিযোগের বিষয়ে কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘আমি শুনেছি ছাত্রলীগ নেতা আল আমিনের নেতৃত্বে আমাদের আন্দোলনকারীদের বিভিন্ন ধরনের হেনস্থা করে হল থেকে বের করে দিয়েছে। তাদের জামার কলার ধরে ধাক্কা দেয়।’
পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। এ সময় আল-আমিনের নেতৃত্বে একদল লোক এসে আমাদের ওপর হামলা করে। আমরা কোনো কথা না বললেও তারা আমাদের কলার ধরে হল থেকে বের করে দেয়।’
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা আল-আমিন রহমান বলেন, ‘এ রকম কিছু ঘটেনি। একটু ঝামেলা হয়েছিল। আমি গিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বলি।’
এর আগে রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতা আল-আমিন রহমানের বিরুদ্ধে। তাছাড়া তাঁর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে চাঁদাবাজি, টিএসসি এলাকায় নিজের বাইক দিয়ে ইচ্ছাকৃতভাবে অন্যের গাড়িতে লাগিয়ে টাকা আদায়, চারুকলায় শিক্ষকের রুম ভাঙচুর ও ছাত্রীদের হেনস্থা, রুমে বসে মাদকসেবন করে চিৎকার করাসহ বিভিন্ন অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে বঙ্গবন্ধু হলের কর্মচারী নিয়োগের সময় এক কর্মচারীর কাছ থেকে তিন লাখ টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ আছে।
আল-আমিন রহমান এর আগে জাসদ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের রিডিং রুমে গিয়ে আগামীকাল রোববারের বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়ে প্রচার করছিল। তারা রাত ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রচার করার সময় হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রহমান তাঁর ১০-১২ জন নেতাকর্মী নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তারা আন্দোলনকারীদের টেনে-হিচড়ে তাদের জামাকাপড় ছিড়ে ফেলে। কয়েকজন আন্দোলনকারীকে মারধরও করে।
এসব অভিযোগের বিষয়ে কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘আমি শুনেছি ছাত্রলীগ নেতা আল আমিনের নেতৃত্বে আমাদের আন্দোলনকারীদের বিভিন্ন ধরনের হেনস্থা করে হল থেকে বের করে দিয়েছে। তাদের জামার কলার ধরে ধাক্কা দেয়।’
পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। এ সময় আল-আমিনের নেতৃত্বে একদল লোক এসে আমাদের ওপর হামলা করে। আমরা কোনো কথা না বললেও তারা আমাদের কলার ধরে হল থেকে বের করে দেয়।’
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা আল-আমিন রহমান বলেন, ‘এ রকম কিছু ঘটেনি। একটু ঝামেলা হয়েছিল। আমি গিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বলি।’
এর আগে রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতা আল-আমিন রহমানের বিরুদ্ধে। তাছাড়া তাঁর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে চাঁদাবাজি, টিএসসি এলাকায় নিজের বাইক দিয়ে ইচ্ছাকৃতভাবে অন্যের গাড়িতে লাগিয়ে টাকা আদায়, চারুকলায় শিক্ষকের রুম ভাঙচুর ও ছাত্রীদের হেনস্থা, রুমে বসে মাদকসেবন করে চিৎকার করাসহ বিভিন্ন অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে বঙ্গবন্ধু হলের কর্মচারী নিয়োগের সময় এক কর্মচারীর কাছ থেকে তিন লাখ টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ আছে।
No comments