সৌদি নারীদের নতুন স্টাইল ‘স্পোর্টস বোরকা
বোরকার স্পোর্টস ভার্সন সৌদি নারীদের কাজে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। গত মাসে সৌদি আরবের জেদ্দায় নারী অ্যাথলেটরা বোরকার এই নতুন সংস্করণ পড়ে জগিং করছেন- এইরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছিল। খবর সৌদি গ্যাজেটের।
স্থানীয়ভাবে স্পোর্টস আবায়া নামে পরিচিত এইসব বোরকার জনপ্রিয়তা দেখে বিস্মিত হয়েছেন বোরকার ফ্যাশন ডিজাইনার ইমান জোহার্জি। বার্তাসংস্থা এএফপিকে তিনি জানান, এটার এখন বিশাল চাহিদা। বিভিন্ন রঙের এই স্পোর্টস বোরকা পড়াকে সৌদি নারীদের ক্ষমতায়নের অন্য একটি প্রতীক বলে তিনি অভিহিত করেন।
জিপারওয়ালা জাম্পস্যুটের মতো দেখতে এই স্পোর্টস বোরকা নারীদের সারা শরীর ঢেকে রাখলেও পড়তে বেশ আরামদায়ক এবং কোনোরকম বাধাপ্রাপ্ত না হয়ে নড়াচড়া করা যায়।
No comments